জনপ্রিয় টিভি সিরিজ ম্যাকগাইভারের অভিনেতা ক্লু গুলাগার মৃত্যুবরণ করেছেন। ৯০ এর দশকে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত সিরিজটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।
গত ৫ আগস্ট ক্যালিফোর্নিয়ায় তার মৃত্যু হয় বলে জানা গেছে। তার বয়স হয়েছিল ৯৩ বছর। বার্ধক্যজনিত কারণেই গুলাগারের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তাঁর পরিবার। তাঁর মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তাঁর জামাতা দিয়ানে গোল্ডনার। দীর্ঘ সাত দশকের ক্যারিয়ারে তিনি দেড় শতাধিক টেলিভিশন সিরিজ ও সিনেমায় অভিনয় করেছেন।
ম্যাকগাইভার সিরিজটি বাংলাদেশের দর্শকদের কাছে অত্যন্ত প্রিয়। আশির দশকের সিরিজটি নব্বইয়ের দশকে বাংলাদেশ টেলিভিশনে ধারাবাহিকভাবে প্রচারিত হতো। সিরিজটি বিটিভিতে প্রচারিত হয়েছে দুবার। সে সুবাদে গুলাগার বাংলাদেশের দর্শকদের কাছে পরিচিত। সিরিজে ওয়াটপ কিরবির চরিত্রে অভিনয় করেছেন তিনি। ম্যাকগাইভার ছাড়াও দ্য ভার্জিনিয়ান ও দ্য রিটার্ন অব লিভিং ডেডসহ আরো কিছু সিনেমা ও সিরিজের জন্য তিনি বিখ্যাত।
গুলাগার মূলত বিশ শতকের পঞ্চাশের দশকে অভিনয় শুরু করেন। এনবিসির দ্য টল ম্যান সিরিজে তিনি পরপর দুই সিজন অভিনয় করেছেন। এ সিরিজে কাজ করেই তিনি সিনেমা ও সিরিজে নিয়মিত ডাক পেতে শুরু করেন। আশির দশকে ম্যাকগাইভারের পাশাপাশি অন্যান্য সিনেমা ও সিরিজে অভিনয় করে নিজের প্রতিভা প্রকাশ করেছেন তিনি। সর্বশেষ তিনি কোয়েন্টিন টারান্টিনোর ‘ওয়ান্স আপন আ টাইম…ইন হলিউড’ সিনেমায় অভিনয় করেছেন।