দেশের বাজারে দাম কমাতে ভারত থেকে কাঁচামরিচ আমদানি করছে সরকার। দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। শনিবার দুপুরে ভারত থেকে ৬টি ট্রাকে ৬০ মেট্রিকটন কাঁচামরিচ আমদানি হয়। বর্তমানে দেশের বাজারে প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২২০ টাকায়।
হিলি স্থল শুল্ক স্টেশনের উপ-কমিশনার কামরুল ইসলাম জানান, দেশের কৃষকের স্বার্থ বিবেচনায় গত বছরের ১০ নভেম্বর হতে ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ হয়। দেশের বাজারে কাঁচামরিচের দামের ঊর্ধ্বগতির কারণে ফের ভারত থেকে কাঁচামরিচ আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এখন পর্যন্ত হিলি স্থলবন্দরের দুজন আমদানিকারক দুই হাজার মেট্রিকটন কাঁচামরিচ আমদানির অনুমতি পেয়েছেন।
এদিকে, গত এক সপ্তাহ ধরে দেশের বাজারে কাঁচামরিচের দাম বাড়তি। ১২০ টাকা কেজি দরের কাঁচামরিচ একলাফে হয় দেড়শ টাকা। এরপর পাইকারি বাজারেই ২০০ টাকা ছাড়িয়ে যায় কাঁচামরিচের দাম। আমদানির ফলে এখন কাঁচামরিচের দাম কিছুটা কমতে পারে বলে আশা করছেন ব্যবসায়ীরা।