গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ১০ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ বছর বয়সী একটি মেয়েও আছে বলে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা গাজার জঙ্গিদের বেশ কয়েকটি অবস্থান লক্ষ্য করে ফের রকেট হামলা শুরু করে এবং তা সকাল পর্যন্ত অব্যাহত ছিল।
ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ বলেছেন, দিনকয়েক আগে ইসলামিক জিহাদের (পিআইজে) এক সদস্যকে গ্রেপ্তারের পর ফিলিস্তিনি ওই সশস্ত্র গোষ্ঠীটির ‘তাৎক্ষণিক হুমকির’ পর এই অভিযান চালানো হয়েছে।
টেলিভিশনে দেওয়া ভাষণে ইয়ার লাপিদ বলেন, তাৎক্ষণিক হুমকি মোকাবেলায় সুনির্দিষ্ট লক্ষ্যে সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছে ইসরায়েল।
আইডিএফ বলেছে, তাদের হামলা হয়েছে পিআইজে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে। এর মধ্যে গাজার বহুতল ফিলিস্তিন টাওয়ারও আছে, হামলায় বিকট শব্দের পর ভবনটি থেকে প্রচুর ধোঁয়া বের হতে দেখা গেছে।
হামলায় নিহতদের মধ্যে কমান্ডার তাইসির জাবেরিসহ পিআইজের ৪ সদস্য ও ৫ বছর বয়সী একটি মেয়েও আছে বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য কর্মকর্তারা। আহত হয়েছেন আরও ৫৫ জন, বলেছেন তারা। ইসরায়েলের সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেছেন, হামলায় ‘১৫ জনের মতো জঙ্গি’ নিহত হয়েছে বলে ধারণা করছে আইডিএফ।