আঙ্গুলের ইনজুরির কারণে জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে পড়া টি-টুয়েন্টি দলের নতুন অধিনায়ক সোহান চিকিৎসা নিতে সিঙ্গাপুর যাচ্ছেন। ভিসা পেলেই দুয়েকদিনের মধ্যেই উড়াল দেবেন সোহান, এরপর জানা যাবে, আঙ্গুলে অপারেশন লাগবে কি-না। সেখানেই নির্ধারণ হবে সোহানের ভাগ্য, এশিয়া কাপে খেলতে পারবেন নাকি অপেক্ষার প্রহর বাড়বে আরও।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেছেন, ‘আমরা ইংল্যান্ডের চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। আরও কয়েকজনের সঙ্গে আলোচনা করেছি। কেউ অস্ত্রোপচারের পক্ষে আবার কেউ না। এ জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সিঙ্গাপুর যাচ্ছি।’
জানা গেছে, সিঙ্গাপুরে উড়াল দিতে ভিসার অপেক্ষায় আছেন সোহান। তার সঙ্গে যাবেন ডাক্তার দেবাশীষও। এর পর বোঝা যাবে আঙুলের অবস্থা কোন পর্যায়ে। অস্ত্রোপচার করতে হলে মাঠে নামার অপেক্ষা আরও বাড়তে পারে সোহানের। সে ক্ষেত্রে সিঙ্গাপুরে ঝুলে আছে সোহানের ভাগ্য। তবে অস্ত্রোপচার লাগবে না বলে আশাবাদী সোহান।
তিনি বললেন, ‘ইনশাল্লাহ সিঙ্গাপুর যাব। এখনো ভিসা প্রসেসিংয়ের দিকে তাকিয়ে থাকতে হবে। অস্ত্রোপচার নাও লাগতে পারে, আশা করি এশিয়া কাপের আগে ঠিক হব।’