সৌদিতে বিশেষ প্রদর্শনী: যেন ফিরে এল হিজরতের সেই দিন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

হিজরি বর্ষ উপলক্ষে সৌদি আরবে শুরু হয়েছে বিশেষ প্রদর্শনী। ‘হিজরা: নবীর পদচিহ্ন’ নামক এ প্রদর্শনীতে হিজরতের সময় ব্যবহৃত বিভিন্ন জিনিস প্রদর্শন করা হচ্ছে। ধাহরানের কিং আব্দুল আজিজ সেন্টার ফর ওয়ার্ল্ড কালচার সেন্টারে (ইথরা) এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

আরব নিউজের খবর বলা হয়েছে, মক্কা থেকে মদিনায় মহানবী (সা.) যে হিজরত করেছিলেন, এক হিসেবে তার মাধ্যমেই ইসলাম নামের একটি নতুন সভ্যতার সূচনা হয়েছিল। যে সভ্যতায় এখন যুক্ত আছে বিশ্বের ১৫০ কোটি মানুষ।

হিজরতের সেই যাত্রাকে, সেই তাৎপর্যকে আধুনিক দর্শকের কাছে উপস্থাপন করেছে ইথরা। গত মাসে এ প্রদর্শনীর উদ্বোধন হয়। প্রদর্শনীরটির কিউরেটরের দায়িত্ব পালন করছেন ড. ইদ্রিস ত্রেভাথান। মহানবী (সা.) মদিনায় প্রবেশের সময় আনসাররা যে নাশিদ গেয়েছিলেন, প্রদর্শনী উদ্বোধনের সময় সেটি আরবি, ইংরেজি, উর্দু ও ইন্দোনেশিয়ান ভাষায় আবৃত্তি করেন কণ্ঠশিল্পীরা।

ইসলামিক শিল্প ইতিহাসের বিশেষজ্ঞ ত্রেভাথান আরব নিউজকে বলেন, এটি একটি বিশেষ প্রদর্শনী। এর প্রস্তুতিতে তিন বছর সময় লেগেছে। মহামারির ঠিক আগে আমরা এর কাজ শুরু করেছিলাম। প্রদর্শনীটি শিল্প, ঐতিহ্য, সংস্কৃতি ও গবেষণার খোরাক যোগাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পুরো প্রদর্শনীজুড়ে ডকুমেন্টারি ও ভিডিও সাজিয়ে রাখা হয়েছে। সেই সাথে আরবি ও ইংরেজি ভাষায় রুটটির বর্ণনা করা হয়েছে। মহানবী যেমন উটে চড়েছিলেন, তেমন একটি উট, তাদের আশ্রয় নেওয়ার গুহা এমনকি হিজরতের বর্ণনায় থাকা মাকড়শার জালও রাখা হয়েছে এ প্রদর্শনীতে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.