কণ্ঠশিল্পী ন্যান্সির সাথে ফেসবুকে ছবি পোস্ট করে আবারও আলোচনায় সংগীত তারকা আসিফ আকবর। সম্প্রতি ন্যান্সির সাথে একই টেবিলে বসা দুজনের একটি ছবি পোস্ট করে আসিফ লিখেছেন, দীর্ঘ চার বছর অপেক্ষায় ছিলাম, অবশেষে এলো সে ফোন।
শিল্পী ন্যান্সির কাছ থেকে কাঙ্ক্ষিত সেই ফোনটি পেয়েছেন উল্লেখ করে আসিফ লিখেন, ন্যান্সি আমাকে বলল, ভাইয়া আমি রাগ কমিয়ে ফেলেছি, আপনিও রাগ কমিয়ে ফেলেন। সাথে সাথেই রাজি হয়ে গেলাম।
দুই কণ্ঠশিল্পী আসিফ আকবর ও নাজমুন মুনিরা ন্যানসির মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। আসিফের বিরুদ্ধে মামলা করেছিলেন ন্যানসি। সেই মামলাকে কেন্দ্র করে একে-অপরের বিরুদ্ধে নানান কথা বলেছেন তারা। এখনো মামলাটি চলমান রয়েছে। এর মধ্যেই কিছুদিন আগে আসিফ জানালেন, ন্যানসির সঙ্গে তার সমস্ত দ্বন্দ্ব মিটে গেছে।
তবে ন্যান্সি বলছেন ভিন্ন কথা। পাল্টা এক পোস্টে ন্যান্সি ফেসবুকে লিখেছেন, আমার সর্বকনিষ্ঠ কন্যাকে দেখা উপলক্ষে অনেক তারকার মত আমন্ত্রিত ছিলেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। শিল্পী আসিফ আমাদের সবার প্ৰিয় কিন্তু ওনার আমার সাথে করা পূর্বের ধারাবাহিক মিথ্যে, অন্যায় কথা কোনোভাবেই আমার কাছে ক্ষমার যোগ্য নয়।
নিরুপায় আমি আইনের দ্বারস্থ হওয়ার পর বাকি বিষয় চলমান আদালতের বিচার প্রক্রিয়া যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। ন্যান্সি আরো বলেন, আসিফ আকবরের সঙ্গে ডুয়েট অ্যালবাম করার প্রস্তাব কোনো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আসেনি, এলেও করার প্রশ্নই আসে না। যথেষ্ট জল ঘোলা হয়েছে, আর নয়। আসিফ আকবরের আমার সঙ্গে গান প্রকাশের ইচ্ছে থাকলে সেটা একান্তই তার নিজস্ব ইচ্ছে, আমার নয়। আমি আমার পূর্বের অ্যালবামের প্রাপ্য সম্মানী ফেরত চাই, সস্তা পাবলিসিটি নয়।