মা ও মেয়ে একসাথে বিমান চালিয়ে ভাইরাল হয়েছেন নেট দুনিয়ায়, ভাসছেন প্রশংসায়। মাটি থেকে হাজার হাজার ফুট ওপরে মাঝ আকাশে মা আর মেয়ের একইসঙ্গে বিমান চালানোর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। সোশ্যাল মিডিয়ায় মা-মেয়ের প্লেন চালানোর ওই ভিডিওটি প্রকাশিত হতেই ভাইরাল হয় এবং তাদের প্রশংসায় ভাসিয়েছেন অনেকে।
ব্যতিক্রমী এই ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে। বৃহস্পতিবার (৪ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সংবাদমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্রের সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সের ক্যাপ্টেন হলি পেটিট ও ফার্স্ট অফিসার কিলি পেটিট। মার্কিন এই এয়ারলাইন্সের প্রথম মা-মেয়ে পাইলট জুড়ি তারাই।
২৩ জুলাই যুক্তরাষ্ট্রে কলারাডো অঙ্গরাজ্যের ডেনভার শহর থেকে মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরে একইসঙ্গে প্লেন চালিয়ে পৌঁছান তারা। ফ্লাইট উড্ডয়নের আগে ক্যাপ্টেন হলি তার মেয়ে কিলিকে যাত্রীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। ভিডিওতে দেখা যাচ্ছে, মা-মেয়ে তাদের একটা ছবি ধরে দাঁড়িয়ে আছেন। ছবির ক্যাপশনে লেখা, ‘আপনারাই সাউথ ওয়েস্ট (এয়ারলাইন্সের) প্রথম মা-মেয়ে পাইলট জুড়ি।’
ক্যাপ্টেন হলি ভিডিওতে বিমান যাত্রীদের উদ্দেশে বলছেন, ‘আজ আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ দিন। সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সের টিমের নতুন সদস্য, আপনাদের ফ্লাইটের ফার্স্ট অফিসার আমার মেয়ে কিলি।’
ভিডিওতে মা-মেয়েকে একসঙ্গে পাইলটের পোশাক পরেছেন বলে দেখা যায়। ফ্লাইট উড্ডয়নের আগে পাইলটের জন্য নির্ধারিত আসনে বসে একে অপরকে হাই-ফাইভও দেন মা-মেয়ে।
হলি আরও বলেন, ‘স্বপ্ন সত্যি হয়েছে। প্রথমবার যখন আমি এই ক্যারিয়ার বেছে নেই, তখন এর প্রেমে পড়ে যাই। আমার এক সন্তানও এর প্রেমে পড়েছে, সেও বেছে নিয়েছে এই ক্যারিয়ার। এটা পরাবাস্তবাবাদ।’
সাউথওয়েস্ট এয়ারলাইন্স এক বিবৃতিতে বলেছে, ‘হলি আর কেলি কেবল সাউথওয়েস্টে ইতিহাস গড়েনি, তারা সব বাধা ডিঙিয়ে নারী ক্ষমতায়নের দৃষ্টান্তও রেখেছেন। তারা দেখিয়েছেন, সব বয়সেই আকাশে ওড়ার স্বপ্ন পূরণ করা যায় এবং পৌঁছে যাওয়া যায় আকাশে।’