মার্কিন দাতা সংস্থা দ্য ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) তাদের বাংলাদেশ অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কনসোর্টিয়াম বিভাগে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানটি কনসোর্টিয়াম কনসোর্টিয়াম কো–অর্ডিটেনর পদে নিয়োগ দেবে লোকবল। এ পদে চাকরির জন্য যোগ্যতা ও অভিজ্ঞতা চাওয়া হয়েছে ডেভেলপমেন্ট/সমাজবিজ্ঞান/ম্যানেজমেন্ট/হিউম্যানিটারিয়ান বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্নাতক ডিগ্রিধারীদের হেলথ ও নিউট্রিশন অ্যান্ড প্রোটেকশন প্রোগ্রামে অন্তত ১০ বছর এবং স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অন্তত ৮ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
প্রজেক্ট ম্যানেজমেন্টে সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কক্সবাজারে কনসোর্টিয়াম স্ট্রাকচারে কো–অর্ডিনেশন স্তরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রোগ্রাম ও বাজেট ম্যানেজমেন্ট ও মনিটরিং অ্যান্ড ইভল্যুশনে দক্ষ হতে হবে। নেতৃত্ব, যোগাযোগ ও ফ্যাসিলিটেশনে দক্ষ হতে হবে। সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে। ডেটাবেজ, ডেটা ম্যানেজমেন্ট, ডেটা অ্যানালাইসিসসহ এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
এ নিয়োগ আইআরসি-বাংলাদেশ, কক্সবাজার অফিসের জন্য। চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে)। বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ২ লাখ ৪২ হাজার ৫২৮ টাকা। এ ছাড়া বছরে দুটি মূল বেতনের সমপরিমাণ বোনাস, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবনবিমা এবং মুঠোফোন বিল দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের আইআরসির ওয়েবসাইটের https://rescue.csod.com/ux/ats/careersite/1/home/requisition/27755?c=rescue এই লিংকে গিয়ে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে Apply Now-এ ক্লিক করে আবেদন করতে হবে। আগামী ১২ আগস্টের মধ্যে আবেদন করতে হবে।