বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে ২০ বসত ঘর।
রবিবার (২৭ জুন) দিবাগত রাত পৌণে ৩টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের কঞ্জুরী ৯নং ওয়ার্ড দাস পাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. এনামুল কবির জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট আগুনের সূত্রপাত হয়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি গাড়ি প্রায় ১ ঘণ্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকান্ডে দয়াল দাস, নেপাল দাস, নুপুর দাস, ঝুমুর দাস, মিন্টু দাস, কমল দাস, টিটু দাস, পলাশ দাস, কাজল দাস, রূপন দাস, সুজন দাস, রামু দাস, রতন দাস, রুবেল দাস, সুজিত দাস, বিজয় দাস, রাজু দাস, অসিম দাস, সঞ্জয় দাস, ও টুবেল দাসের বসত ঘর পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য আবদুল জলিল।