সেই ভিডিও নিয়ে মুখ খুললেন হাওয়া’র গুলতি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

হাওয়া সিনেমা দিয়ে হাওয়াই ভাসছেন সিনেমাটির একমাত্র নারী চরিত্র তুুষি। মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমাটি মুক্তির পর থেকে টানা হাউজফুল যাচ্ছে। এরই মধ্যে সিনেমার পাশাপাশি আলোচনায় উঠে এসেছে তুষির একটা ভিডিও ক্লিপ। আর সেই ভিডিও ক্লিপ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে নেটজিনদের মাঝে।

গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে সিনেমার প্রচারণার অংশ হিসেবে রাজধানীর শ্যামলী হল পরিদর্শনে যায় ‘হাওয়া’ টিম। সেখানেই বিতর্কের জন্ম দেন ‘হাওয়া’র নায়িকা নাজিফা তুষি। এ সময় গণমাধ্যমের মুখোমুখি হন তুষি। কিন্তু কথা বলার আগে তিনি পাশে থাকা ‘পরাণ’ ও ‘দিন-দ্য ডে’ সিনেমার পোস্টার সরিয়ে ফেলার নির্দেশ দেন। কেবল নিজের সিনেমা ‘হাওয়া’র পোস্টারের সামনে দাঁড়িয়েই তিনি কথা বলবেন বলে জানান।

তুষি গণমাধ্যমকে জানান, ‘হাওয়া’ টিমের সিদ্ধান্ত অনুযায়ী আমি সোমবার সন্ধ্যার শোতে শ্যামলী সিনেপ্লেক্সে যাই। হলে ঢুকতেই সাংবাদিক পরিচয়ে কয়েকজন এসে আমাকে জানালেন, তারা নাকি সকাল থেকে আমার জন্য অপেক্ষা করছেন। সাক্ষাৎকার নেবেন। এদিকে ছবি শুরু হয়ে গেছে।

আমি তাড়াতাড়ি একটা সাইডে গিয়ে সাক্ষাৎকার নেওয়ার কথা বললাম। ওখানে “দিন: দ্য ডে”, “পরাণ” ও “হাওয়া”র পোস্টার ছিল। যেহেতু আমার সাক্ষাৎকার, তাই আমার ছবির পোস্টারই রাখতে চাইলাম। তাড়াহুড়া করে কাজটি করার জন্য দ্রুতই বাকি দুটি ছবির পোস্টার একটু সাইডে সরাতে বলি। উনারাই কিন্তু পোস্টার দুটি সরালেন। সাক্ষাৎকার শেষে আবার যেখানকার পোস্টার সেখানে রাখা হয়।’

তুষি আরও বলেন, ‘সাক্ষাৎকারের মধ্যে “দিন: দ্য ডে” ও “পরাণ” ছবি দুটিও দেখতে দর্শকদের অনুরোধ করেছি আমি। কিন্তু কারা যেন পুরো ভিডিও না ছেড়ে, এডিট করে ওই অংশটুকুই ছড়িয়েছে। পুরো সাক্ষাৎকার দেখলে সবার ভুল ভাঙবে।’

যদিও বিষয়টা খুব অস্বাভাবিক নয়। নিজের সিনেমার পোস্টারের সামনে দাঁড়িয়ে বক্তব্য দেয়াতে দোষের কিছু নেই। তবে তুষির এমন কাণ্ড সহজভাবে নেয়নি নেটিজেনরা। ফেসবুকের বিভিন্ন গ্রুপ-পেজে তার ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। যা নিয়ে চলছে তোলপাড়। অনেকেই তুষির সমালোচনায় মুখর হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এসব দেখে বাকরুদ্ধ অভিনেত্রী।

হাওয়ায় ‘গুলতি’ খ্যাত তুষি বললেন, ‘আমি ভাবতেও পারছি না একটা ছোট্ট ও সহজ বিষয়কে এভাবে প্রকাশ করা হবে এবং এ ধরনের প্রতিক্রিয়া আসবে। আর সবাই যা করে আমি তাই করেছি। নিজের ছবির পোস্টার আশপাশে থাকলে তার সামনে দাঁড়ায় অভিনয়শিল্পীরা। অনেক লোক ভিড় জমছে দেখে আমি তাড়াহুড়ো করছিলাম সাক্ষাৎকার শেষ করতে। তাই আমি বলেছি একটু তাড়াতাড়ি করতে। কিন্তু আমি ইনটেনশনালি কিছু করিনি। সাধারণ জিনিসকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে মানুষেরা! আমি সত্যি নির্বাক।’

অন্যদের সিনেমার প্রচারও করেছেন তিনি দাবি করে তুষি বলেন, একটা ছবি আছে সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে ‘হাওয়া’ ও ‘পরাণ’র পোস্টার পাশাপাশি রাখা। সেটা আমরা অনেকেই শেয়ার করেছি। তাহলে কেন আমি অন্যদের সিনেমার পোস্টার সরাবো নেগেটিভ চিন্তা থেকে? এগুলো সত্যিই হতাশার। আমরা যারা নতুন তাদের জন্য তো খুব মুশকিল!

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.