দীর্ঘ দুই বছর পর সরানো হয়েছে পবিত্র কাবা শরিফের চারপাশের বেষ্টনী। ফলে এখন থেকে হজ ও ওমরাহকারীরা কাবা শরিফ, হাজরে আসওয়াদ চুম্বন ও হাতিমে প্রবেশাধিকার ফিরে পাবেন। বৈশ্বিক মহামারী করোনাভাইরাস পরিস্থিতির কারণে দুই বছর আগে এই বেষ্টনী দেয়া হয়েছিল।
তখন থেকে হজ ও ওমরাহকারীরা কাবা শরিফ স্পর্শ করতে পারছিলেন না। কেবল ভিআইপিরাই কাবা শরিফ স্পর্শ করতে পারতেন ও হাজরে আসওয়াদে চুম্বন করতেন। মঙ্গলবার (২ আগস্ট) মসজিদুল হারাম বা দুই পবিত্র মসজিদবিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রেসিডেন্ট আব্দুল রহমান ইবনে আব্দুল আজিজ আস-সুদাইস কাবা শরিফের চারপাশের বেষ্টনী অপসারণের নির্দেশ দেন। তার আদেশ জারির পরই বেষ্টনী অপসারণের কাজ শুরু হয়।
সৌদি আরবের সংবাদ মাধ্যম আরবনিউজ মঙ্গলবার এ সংবাদ প্রকাশ করে। সংবাদে বলা হয়, ওমরা করতে আসা হাজীরা এখন থেকে হাতিমে কাবায় প্রবেশ করতে পারবেন এবং হাজরে আসওয়াদ চুম্বন করারও সুযোগ পাবেন।