স্ট্যাচু অভ লিবার্টিকেও ছাড়িয়ে গেছে যে গাছ

দেখতে হলে গুণতে হবে জরিমানা, করতে হবে কারাভোগ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

বিশ্বের সবচেয়ে উঁচু-লম্বা গাছ কোনটি? তার উচ্চতায় বা কত? এরকম প্রশ্ন হঠাৎই মনে আসতে পারে বৃক্ষপ্রেমি যে কারও। ২০০৬ সালে দুই গবেষক খুঁজে বের করেছেন সেই গাছটি, নাম তার হাইপেরিয়ন। স্ট্যাচু অভ লিবার্টির চেয়েও ১.২৫ গুণ বেশি উঁচু এ গাছ। গবেষকরা জানাচ্ছেন, এ গাছের উচ্চতা ৩৮০ ফুটেরও বেশি।

বিশ্বের সবচেয়ে লম্বা গাছ হাইপেরিয়ন কোস্ট রেডউড জাতের গাছ। এটি ক্যালিফোর্নিয়ার রেডউড ন্যাশনাল পার্কে অবস্থিত। বিশ্বের অনেকগুলো সুউচ্চ গাছ রয়েছে এ পার্কটিতে। এখানে থাকা হেলিওস ও ইকারুস নামক দুইটি গাছের উচ্চতা যথাক্রমে ৩৭৭ ফুট ও ৩৭১ ফুট।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতিপ্রাপ্ত গাছ হাইপেরিয়ন। তবে কেউ গাছটাকে দেখতে চাইলে তাকে পাঁচ হাজার ডলার জরিমানা ও ছয় মাস কারাভোগের ঝুঁকি নিয়ে দেখতে হবে।

ক্যালিফোর্নিয়ার রেডউড ন্যাশনাল পার্ক দর্শনার্থীদের অনুরোধ জানিয়েছে গাছটির ত্রিসীমানা থেকে দূরে থাকতে। কারণ এ গাছের জনপ্রিয়তার কারণে ক্ষতির সম্মুখীন হয়েছে পার্কটির ওই এলাকা।

হাইপেরিয়নের কাছে পৌঁছানোর জন্য নির্দিষ্ট কোনো পথ নেই। কিন্তু বছরের পর বছর বৃক্ষপ্রেমীরা নিজেদের মতো পথ করে নিয়েছেন গাছটি দেখার জন্য। ফলে পার্কের অন্যান্য জন্তু ও গাছপালার স্বাভাবিক আবাস ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওসব রাস্তায় পার্ককর্মীরা আবর্জনা ও মানববর্জ্যও খুঁজে পেয়েছেন। গত সপ্তাহে পার্ক কর্তৃপক্ষ এক বিবৃতিতে লিখেছে, একজন দর্শনার্থী হিসেবে আপনি কি এই অনন্য প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের অংশীদার হবেন না ধ্বংসের সঙ্গী হবেন, সেটা নিজেই ঠিক করুন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.