এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে ৩০ আগস্ট খেরতে নামবে বাংলাদেশ। শারজাহতে অনুষ্ঠিত হবে লাল-সবুজদের প্রথম ম্যাচ। অবশ্য এর আগে ২৭ আগস্ট শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হয়ে যাবে এশিয়া কাপ। পরদিন একই ভেন্যুতে লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।
শ্রীলঙ্কা থেকে সরে যাওয়া এশিয়া কাপের নতুন আয়োজকের দায়িত্ব পায় সংযুক্ত আরব আমিরাত। টি-টুয়েন্টি সংস্করণের এ টুর্নামেন্ট ২৭ আগস্ট শুরু হয়ে চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত।
ছয় দলের অংশগ্রহণের এই আসরটির সূচি প্রকাশ করা হয়েছে মঙ্গলবার। এশিয়া কাপে দুটি গ্রুপ থাকবে। বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে বাকি দুই প্রতিদ্বন্দ্বী আফগানিস্তান ও শ্রীলঙ্কা। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান খেলবে একই গ্রুপে। এই গ্রুপে তাদের সঙ্গী হবে বাছাই পর্ব পেরিয়ে আসা হংকং, সিঙ্গাপুর, কুয়েত কিংবা সংযুক্ত আরব আমিরাতের যে কেউ।
১৪ দিনের আসরটির খেলাগুলো শারজাহ ও দুবাইয়ে অনুষ্ঠিত হবে। আবুধাবিতে এবার কোনো ম্যাচ নেই। ১৩ ম্যাচে ১০টি হবে দুবাইয়ে, শাহজাহতে হবে ৩টি ম্যাচ।
বাংলাদেশ ৩০ আগস্ট শারজাহতে প্রথম ম্যাচ খেলবে আফগানদের বিপক্ষে। একদিন পর ১ সেপ্টেম্বর দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে তারা।
গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে। দুই গ্রুপের শীর্ষ দুটি করে মোট ৪টি দল উঠবে সুপার ফোর রাউন্ডে। এই পর্বে সবাই পরস্পরের মুখোমুখি হবে একবার। এই পর্বের শীর্ষ দুই দল ১১ সেপ্টেম্বরের ফাইনালে মুখোমুখি হবে।