চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের একাংশের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ স্থগিত করা হয়েছে। শিক্ষা উপমন্ত্রী বিবেচনার আশ্বাসের ভিত্তিতে অবরোধ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন অবরোধকারীরা।
মঙ্গলবার (২ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আন্দোলনরত ছাত্রলীগের কর্মী মোহম্মদ দেলোয়ার। পূর্ণাঙ্গ কমিটি পুনর্ঘোষণার দাবিতে রোববার থেকে বিক্ষোভ ও অবরোধ করে পদবঞ্চিতরা।
অবরোধের কারণে মঙ্গলবারও বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল থেকে শহরের উদ্দেশে কোনো বাস ছেড়ে যায়নি। পাশাপাশি শাটল ট্রেন চলাচলও বন্ধ রয়েছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচলও বন্ধ রয়েছে।
জানা যায়, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল পদবঞ্চিতেদের দাবি নিয়ে ছাত্রলীগের নেতাদের সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন। এর ভিত্তিতে অবরোধ স্থগিত করা হয়।
উল্লেখ্য, রোববার মধ্যরাতে শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এর পরপরই টাকার বিনিময়ে পদ প্রদান ও অছাত্রদের রাখার অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন পদবঞ্চিতরা। পরে তাঁরা কমিটি পুনর্বিন্যাসের দাবিতে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেন। ফলে সোমবার থেকে কার্যত অচল হয়ে যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।