মোসাদ্দেকের নেতৃত্বে আজ সিরিজ জেতার লড়াই

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টিতে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে নেতৃত্ব দেয়া মোসাদ্দেকের নেতৃত্বেই তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচ খেলতে আজ মঙ্গলবার মাঠে নামছে বাংলাদেশ দল। আঙ্গুলের চোটের কারণে সিরিজ থেকে ছিটকে পড়া সোহানের জায়গায় নেতৃত্ব দেবেন মোসাদ্দেক হোসেন সৈকত, পাশাপাশি একাদশে তার জায়গায় খেলার জন্য ডাকা হয়েছে সদ্য টি-টুয়েন্টি দলের ক্যাপ্টেনসি হারানো মাহমুদুল্লাহ রিয়াদকে।

প্রথম টি-২০তে ১৭ রানে হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। সিরিজে এনেছে ১-১ সমতা। হারারেতে আজ বিকাল ৫টায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের লড়াইয়ে নামবে টাইগাররা।
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ৭ উইকেটে জয়ের নাটের গুরু মোসাদ্দেক। বল হাতে একাই ধসিয়ে দেন জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপকে। মাত্র ২০ রান খরচে চতুর্থ বাংলাদেশি বোলার হিসেবে নিয়েছেন পাঁচ উইকেট। অথচ এই বোলিং ব্যর্থতার কারণে প্রথম ম্যাচে হারতে হয়েছিল ১৭ রানে।

একদিনের ব্যবধানে ছন্দে ফিরে আসায় বেশ খুশি পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। আজ শেষ ম্যাচে বোলারদের থেকে আরো ভালো কিছুর আশা করছেন তিনি, ‘শেষ ম্যাচে আমি এই বোলিং ইউনিটকে আরেকটু উন্নত দেখতে চাই। দ্বিতীয় ম্যাচে যা ছিল তার চেয়ে ৫ বা ৮ ভাগ উন্নতি করুক এটা চাই।’

প্রথম ম্যাচের হারকে স্রেফ একটা বাজে দিন হিসেবেই ধরে নিচ্ছেন ডোনাল্ড। তাতে আত্মবিশ্বাসে কোনো চিড় ধরতে পারেনি বলে জানান তিনি, ‘আপনি যত ভালো দলই হোন না কেন বাজে দিনে বোলিং ইউনিট হিসেবে এমন হতেই পারে। কিন্তু দ্বিতীয় ম্যাচে স্পিনাররা দারুণ শুরু এনে দেয় এবং শেষ দিকে পেসাররা ভালো শেষ করেছে। আগামীকালও আমাদের এটা করতে হবে। গত ম্যাচে আমরা দেখিয়েছি আমরা কতটা স্মার্ট হতে পারি, শেষ ম্যাচেও এভাবে ফিরে আসতে চাই।’

প্রথম ম্যাচে সুযোগ না পেলেও দ্বিতীয় ম্যাচে ঠিকই জাত চেনান হাসান মাহমুদ। ৪ ওভারে ২৬ রান দিয়ে ১ উইকেট নেন ডানহাতি এই পেসার। তাতে মুগ্ধ ডোনাল্ড, ‘দ্বিতীয় ম্যাচে সিম অ্যাটাক নিয়ে আমি বেশ খুশি। বিশেষ করে হাসান মাহমুদের ওপর বেশি খুশি। সে খুব শান্ত থাকে। ওর ব্যাপারে অনেক শুনেছি। বেশ শক্তি নিয়ে বল করতে পারে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.