চট্টগ্রা‌মে ক‌রোনায় প্রাণ গেল ৭ জ‌নের, নতুন শনাক্ত ৩২৭

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

সারা‌দে‌শের স‌ঙ্গে পাল্লা দি‌য়ে চট্টগ্রা‌মেও বে‌ড়ে চল‌ছে ক‌রোনা সংক্রমণ ও মৃত‌্যুর হার। গত ২৪ ঘন্টায় চট্টগ্রা‌মে মৃত‌্যু হ‌য়ে‌ছে সাত জ‌নের। এ ‌নি‌য়ে চট্টগ্রা‌মে মৃত‌্যুর সংখ‌্যা দাড়াল ৬৮৮ জনে।

আজ সোমবার (২৮ জুন) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গে‌ছে।

গত ২৪ ঘন্টায় কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ১০টি ল্যাবে ১ হাজার ১৫১টি নমুনা পরীক্ষা করে নতুন আক্রান্ত শনাক্ত হ‌য়ে‌ছে ৩২৭ জন। এ নিয়ে চট্টগ্রা‌মে মোট হ‌য়ে‌ছে ৫৭ হাজার ৯৯৭ জন।

প‌রীক্ষাকৃত নমুনার ম‌ধ্যে নগরে ২২৭ জন এবং উপজেলায় ১০০ জন নতুন আক্রান্ত শনাক্ত হ‌য়ে‌ছে।

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৭টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২১৪টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৯১টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২১১টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে চবি ল্যাবে ৫৮ জন, বিআইটিআইডি ল্যাবে ২০ জন, চমেক ল্যাবে ২৯ জন এবং সিভাসু ল্যাবে ৬৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৫৯টি নমুনা পরীক্ষা করে ৪১ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৯২টি নমুনা পরীক্ষা করে ৪৭ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৬৩টি নমুনা পরীক্ষা করে ২৪ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৩০টি নমুনা পরীক্ষা করে ১৪ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ৪০টি নমুনা পরীক্ষা করে ১৬ জন এবং পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৩টি নমুনা পরীক্ষা করে ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়নি। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.