প্রথম ম্যাচে ১৭ রানে হারার তাজা স্মৃতি নিয়েই আজ রোববার সিরিজের দ্বিতীয় টি২০-তে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় বিকেল ৫টায় ম্যাচটি শুরু হবে। খেলাটি সম্প্রচার করবে চ্যানেল টি স্পোর্টস।
সিরিজ বাঁচাতে হলে আজ জিততেই হবে সোহানের দলকে। আর সিরিজ জিততে আজকের ম্যাচটাই যথেষ্ট ক্রেগ আরভিন বাহিনীর। টি২০-তে বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে কখনো সিরিজ হারেনি। ছয়টি দ্বিপাক্ষিক সিরিজের তিনটি জিতেছে বাংলাদেশ। বাকি তিনটি সিরিজ হয়েছে ড্র।
কিন্তু এবার প্রথম ম্যাচটি হেরে কিছুটা কোণঠাসায় টাইগাররা। তাই স্বাগতিকদের সামনে সুযোগ বাংলাদেশের বিপক্ষে প্রথম সিরিজ জয়েরও। এই সংস্করণে বাংলাদেশ সবচেয়ে বেশি হারিয়েছে জিম্বাবুয়েকেই। ১৭ বার মুখোমুখি হয়ে ১১ বার জিতেছে বাংলাদেশ।
বাংলাদেশ আর কোনো দলকে ৫ বারের বেশি হারাতে পারেনি। বাংলাদেশ অবশ্য সবচেয়ে বেশি খেলেছেও জিম্বাবুয়ের বিপক্ষে। গতকাল ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক নুরুল হাসান বলেছেন, ২০০ রান চেজ করা সব সময় একটা কঠিন ব্যাপার। আমরা যখন ড্রেসিংরুমে ফিরেছিলাম, তখন চেজের ব্যাপারে সবাই আত্মবিশ্বাসী ছিল। আমরা ১৫ রান কম দিলে ম্যাচটা অন্যরকম হতো। আশা করি, এই ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে উন্নতি করে নামতে পারবো।
সিরিজে সমতায় ফিরতে দ্বিতীয় টি২০ যেমনি অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, তেমনি সোহানের জন্যও। বাংলাদেশ দলের দায়িত্ব নিয়ে এটি তার প্রথম সিরিজ।