অনেক আগেই অবসর নিয়েছেন পঞ্চপান্ডবের একজন মাশরাফি। ওয়েস্ট ইন্ডিজ সফর চলাকালে টি-টুয়েন্টিকে গুডবাই বলে দিয়েছেন তামিম ইকবাল। ছুটিতে আছেন পোস্টার বয় সাকিব আল হাসান, আর বিশ্রাম দেয়া হয়েছে মুশফিক-রিয়াদকে। আজ থেকে জিম্বাবুয়ের হারারে স্পোটর্স গ্রাউন্ডে শুরু হতে যাওয়া ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে নেই পঞ্চ পান্ডবের কেউ।
নুরুল হাসান সোহানের নেতৃত্বে জিম্বাবুয়ের বিপক্ষে আজ প্রথম মাঠে নামবে তারুণ্যের বাংলাদেশ। যেখানে অভিজ্ঞ ক্রিকেটার বলতে আছেন শুধু মোস্তাফিজুর রহমান ও লিটন দাস। শনিবার (৩০ জুলাই) বিকেল ৫টায় হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম টি-টোয়েন্টিতে লড়াইয়ে নামবে দুই দল। যেখানে বাংলাদেশ জাতীয় দলকে প্রথমবারের মতো নেতৃত্ব দেবেন উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান।
লিটন দাসের সাথে ওপেনিংয়ে অভিষেক হতে পারে পারভেজ হোসেন ইমনের। ৩ এ সাকিবের জায়গায় খেলতে পারেন মুনিম শাহরিয়ার অথবা সুযোগ পেতে পারেন এনামুল হক বিজয়। ৪ এ নাজমুল হোসেন শান্ত, ৫ এ আফিফ হোসেন ও ৬ এ নুরুল হাসান সোহান খেলবেন এটা নিশ্চিতভাবেই বলা যায়।
৭ এ খেলতে পারেন মোসাদ্দেক হোসেন সৈকত, এবং ৮ এ শেখ মেহেদী হাসান। তবে টিম ম্যানেজমেন্ট যদি ৩জন পেসার খেলাতে চায় সেক্ষেত্রে সৈকতকে জায়গা ছেড়ে দিতে হতে পারে তাসকিনের কাছে। ৯ এ খেলবেন নাসুম আহমেদ, ১০ এ শরিফুল ইসলাম ও ১১ নাম্বারে মাঠে নামবেন মুস্তাফিজুর রহমান।
এখন দেখার অপেক্ষা, তরুণদের প্রথম যাত্রা কেমন হয়।