দুবাইয়ে রেকর্ড বৃষ্টিপাত, পানিতে ডুবে বোয়ালখালী প্রবাসীর মৃত্যু

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

রেকর্ড বৃষ্টিপাতে ডুবে গেছে সংযুক্ত আরব আমিরাতের বন্দর এলাকা ফুজাইরাহ। মঙ্গলবার থেকে শুরু হওয়া ভারী বর্ষণে শহরটির রাস্তাঘাট-দোকানপাটের নিচতলা ডুবে যায়। মাত্র দুদিনে ২৩৪ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির পানিতে ডুবেএস এম সাজ্জাদ (৩৬) নামে চট্টগ্রামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে বলেও খবর পাওয়া গেছে।

ফুজাইরা প্রবাসী সাজ্জাদের চাচাতো ভাই শাওন চৌধুরী জানান, সাজ্জাদ আল–হেইল সানাইয়ায় একটি গাড়ির গ্যারেজে কাজ করতেন। তিনি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সৈয়দপুর গ্রামের মরহুম ফরিদ আহম্মদের ছোট ছেলে। গত মাসে তিনি তার স্ত্রীকে আমিরাতে নিয়ে যান।

আমিরাতে গত ২৭ বছরের মধ্যে এটিই সর্বোচ্চ বৃষ্টিপাত। বৃহস্পতিবার (২৮ জুলাই) আমিরাতের জাতীয় আবহাওয়া কেন্দ্রের (এনসিএম) এক মুখপাত্র গালফ নিউজকে এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার এসব এলাকার বাসিন্দারা সকালে ঘুম থেকে উঠে দেখেন পার্কিং এরিয়ায় গাড়িগুলো পানিতে তলিয়ে রয়েছে। সাবওয়েতে জমে থাকা পানিকে আটকে গেছে অনেক গাড়ি।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এবং খালিজ টাইমস জানিয়েছে, গত মঙ্গলবার থেকে মাসাফিতে মোট ২১২ মিলিমিটার, ফুজাইরাহ শিল্প এলাকায় ১৮৭ দশমিক ৯ মিলিমিটার, কালবায় ১১২ দশমিক ২ মিলিমিটার এবং আল ফারফারে ১০৪ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছে এনসিএম।

শারজাহ, ফুজাইরাহ এবং রাস আল খাইমাহতে প্রবল বৃষ্টিপাত হয়েছে। এটিকে আমিরাতের আবহাওয়া কর্তৃপক্ষ দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জলমগ্নতা হিসেবে উল্লেখ করেছে। ফুজাইরাহর রাস্তাগুলোও ছিল প্লাবিত। ভিডিওতে দেখা যায়, জরুরি উদ্ধারকারী দলগুলো গলা সমান পানি থেকে লোকজনকে তুলে আনছে। অতিবর্ষণ আর জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি ও অবকাঠামো।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.