কালুরঘাট সেতুতে পা পিছলে নদীতে এক মহিলা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

বোয়ালখালী প্রতিনিধি: একপাশ থেকে গাড়ির লাইনে অন্যপাশ বন্ধ। সময় বাঁচাতে হেঁটে জরাজীর্ণ কালুরঘাট সেতু পার হতে গিয়ে ভাঙা রেলিংয়ে পা পিছলে পড়ে গেছেন এক পথচারী নারী। রবিবার (২৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বোয়ালখালী ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ওই নারীকে উদ্ধারে টিম পাঠিয়েছি। যদি ডুবুরীর প্রয়োজন হয় তাহলে আগ্রাবাদ থেকে আনা হবে।’

কালুরঘাট ফায়ার সার্ভিসের দায়িত্বে থাকা সিনিয়র স্টেশন অফিসার কাজল মিয়া বলেন, ‘যে নারী নদীতে পরে গিয়েছে তার সাথে থাকা মহিলাটির সাথে আমরা কথা বলেছি। তার ভাষ্য মতে, মেয়েটি তিন ঘণ্টা ধরে সেতু পার হওয়ার চেষ্টা করছিল। এর মধ্যে কিছু ছেলে ওই নারীকে তাড়া করলে সে নদীতে ঝাঁপ দেয়। তবে নদীতে ঝাঁপ দেওয়া ও সাথে থাকা নারী মাদকাসক্ত হতে পারে।’

রেলওয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে ব্যর্থ হওয়ায় কর্ণফুলী নদীর উপরে ব্রিটিশ-যুগের সেতুটি ব্যবহার এখন অনিরাপদ হয়ে পড়েছে এবং অনেক সময় ধরে এ অবস্থা চলছে। উভয় পাশের ডেক এবং লোহার বেড়া প্রায়শই নষ্ট হয়ে যাওয়ায় এবং সেতুর সারফেসে গর্ত তৈরির ফলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হওয়ায় সেতুটি দিয়ে চলাচল করা কয়েকশো যানবাহনকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। চলাচলের উপযোগী রাখার জন্য কর্তৃপক্ষকে মাঝে মধ্যেই সেতুটিকে মেরামত করতে হয়।

ষোলশহর থেকে দোহাজারী অংশে যেখানে সেতুটি অবস্থিত সেখানে রেলের সর্বোচ্চ গতিসীমা প্রতি ঘণ্টায় মাত্র ৩০ কিলোমিটার। বোয়ালখালী উপজেলা, পটিয়ার পূর্ব এবং রাঙ্গুনিয়া উপজেলার মানুষের নদী পার হওয়ার জন্য সেতুটির বিকল্প নেই।

কালুরঘাট সেতুর পশ্চিম পাড়ের লাইনম্যান বলেন, ‘ ব্রিজে কোনও লাইট নেই। কয়েকটি থাকলেও সেগুলো নষ্ট হওয়ায় জ্বলে না।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.