খৈয়াছড়া ঝর্ণা এলাকায় মাইক্রোকে ট্রেনের ধাক্কা, কমপক্ষে ১১ জনের মৃত্যু

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় কমপক্ষে ১১ পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণা এলাকায় রাস্তা পার হওয়ার সময়ে মাইক্রোবাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম অভিমুখী একটি ট্রেন। ট্রেনটি মাইক্রোটিকে ধাক্কা দিয়ে প্রায় এক কি.মি সামনে নিয়ে যায়। ট্রেনটি বর্তমানে মিরসরাইয়ে আটকে আছে বলে ট্রেনে থাকা নুরুল আফসার জুয়েল নামে এক যাত্রী জানিয়েছেন।

নিহতের সংখ্যা কমপক্ষে ১১ জন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের সবার বয়স ২০-৩০ এর মধ্যে হতে পারে।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, পর্যটকবাহী একটি মাইক্রোবাসের সাথে প্রভাতি ট্রেনের সংঘর্ষে অন্তত ৮ থেকে ১৯ জন নিহত হয়েছে শুনেছি। এখনো বিস্তারিত জানি না। আমাদের টিম ঘটনাস্থলে আছে।

স্থানীয়রা জানান, রেললাইন পার হওয়ার সময় মাইক্রোবাসকে ধাক্কা দিয়ে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেন প্রায় এক কিলোমিটার সামনে নিয়ে যায়। মাইক্রোবাসের যাত্রীরা খৈয়াছড়া ঝরনা দেখতে আসছিলেন।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলী জানান, ট্রেনটি বড়তাকিয়া স্টেশন পার হওয়ার সময় লেবেল ক্রসিংয়ের বাঁশ ঠেলে রেললাইনে উঠে যায় মাইক্রোবাস। এতে দুর্ঘটনা ঘটে।

মিরসরাই থানার উপপরিদর্শক সৈয়দ আহমেদ বলেন, ‘ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা মহানগর প্রভাতীর ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়েছেন। ৪ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.