একবার, দুবার নয়, গুণে গুণে ৪০ বার আবেদন করার পর মিলেছে কাঙ্ক্ষিত চাকরি। টেক জায়ান্ট গুগলে চাকরি পাওয়ার জন্য ৪ বছর ধরে ৪০ বার আবেদন করেন টাইলার কোহেন নামে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর এক নাগরিক। কিন্তু ৩৯ বারের মতো তার আবেদন প্রত্যাখ্যান করে গুগল। তবে নাছোড়বান্দা কোহেনকে দমিয়ে রাখা যায়নি। শেষ পর্যন্ত ৪০তম আবেদনে সফল হন কোহেন।
লিংকডইনে ৪০ বার আবেদনের পর গুগলে চাকরি পাওয়ার অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগাভাগি করেন কোহেন। এতে গুগল কর্তৃপক্ষের সঙ্গে তাঁর ই–মেইল যোগাযোগের একটি স্ক্রিনশট পোস্ট করেন। দেখা যায়, ১৯ জুলাই গুগলে তাঁর চাকরি পাওয়ার স্বপ্ন পূরণ হয়।
‘ডোরড্যাশ’ নামের একটি প্রতিষ্ঠানে অ্যাসোসিয়েট ম্যানেজার (স্ট্র্যাটেজি অ্যান্ড অপস) হিসেবে এতদিন কর্মরত ছিলেন কোহেন। লিংকডইন পোস্টে কোহেন ছোট্ট করে লিখেছেন, ‘অধ্যবসায় ও পাগলামির মাঝে সুন্দর একটি সীমারেখা আছে। আমি এখনো বোঝার চেষ্টা করছি, আমার কোনটা আছে। ৩৯বার প্রত্যাখ্যান, একবার গ্রহণ।’
কোহেনের পোস্টটি ভাইরাল হয়ে যায়। কোহেনের পোস্ট করা স্ক্রিনশটে দেখা যায়, ২০১৯ সালের ২৫ আগস্ট তিনি প্রথমবার গুগলে চাকরির আবেদন করেন। কিন্তু তাঁর আবেদন গ্রহণ করা হয়নি। তিনি হাল ছেড়ে দেননি। ওই বছরের সেপ্টেম্বরে আরও দুবার আবেদন করেন তিনি। এই যাত্রায়ও তিনি ব্যর্থ হন।
স্ক্রিনশটে আরও দেখা যায়, এরপর আট মাসের বিরতি দেন কোহেন। এরপর ২০২০ সালের জুনে করোনা মহামারির সময় আবার আবেদন শুরু করেন। গত ১৯ জুলাই গুগল তাঁকে চাকরির জন্য মনোনীত করার আগপর্যন্ত তিনি এভাবে আবেদন করেই যেতে থাকেন।
দীর্ঘ প্রচেষ্টার পর কোহেনের এমন অর্জনে অনেকেই অভিভূত। তাঁকে অভিনন্দন জানিয়ে কেউ কেউ পোস্টে কমেন্ট করেন। একই সঙ্গে চাকরির জন্য নিজেদের একের পর এক আবেদন করার অভিজ্ঞতাও জানান।