দুজনের নামই সাকিব। নামের বানানে ভিন্নতা থাকলেও উচ্চারণ প্রায় সমার্থক। একজন বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান। অন্যজন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান।
এবার একই নামের দুই অঙ্গনের এই দুই তারকাকে দেকা যাবে এক মঞ্চে। এমনিতেই এ দুজনকে নিয়ে অনুরাগী কিংবা মিডিয়ারর আগ্রহ আকাশচুম্বী। এবার তারা মিলিত হচ্ছেন এক অনুষ্ঠানে, দুজনে মিলে দেবেন আড্ডা, জানবেন একে অপরের বিষয়ে।
এর আগে সাকিব আল হাসান এবং শাকিব খান আরও একটি টিভি অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন। সেটা কয়েক বছর আগের কথা। এবার ফের একসঙ্গে আড্ডা দিতে দেখা যাবে তাদের। তবে দেশে নয়, বিদেশের মাটিতে।
আগামীকাল শুক্রবার (২৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনায় দুই তারকাকে নিয়ে আয়োজন করা হয়েছে একটি অনুষ্ঠান। যার নাম দেওয়া হয়েছে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ দ্য ওয়ার্ল্ড সুপারস্টার সাকিব আল হাসান অ্যান্ড ঢালিউড কিং শাকিব খান’।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আলমগীর খান আলম গণমাধ্যমকে বলেন, ‘সাকিব আল হাসান ও শাকিব খান—দুজনেই বাংলাদেশের গর্ব। দুজনই নিজেদের অঙ্গনের সবচেয়ে বড় তারকা। যুক্তরাষ্ট্রেও তাদের অনেক ভক্ত-শুভাকাঙ্ক্ষী রয়েছেন। তাদের কথা মাথায় রেখেই আমাদের এই আয়োজন। আশা করি সময়টা সবাই দারুণ উপভোগ করবেন।’
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টায় শুরু হবে এই আয়োজন। যার টিকিটের দাম রাখা হয়েছে ২০০ ডলার। বিশেষ এই অনুষ্ঠানের আয়োজন করেছে শোটাইম মিউজিক।