আইসিসির পরবর্তী চেয়ারম্যান হওয়ার দৌঁড়ে এগিয়ে আছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলি। চলতি বছর নভেম্বর মাসে নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করবে আইসিসি । ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার চেয়ারম্যান নির্বাচনের প্রক্রিয়া এবার আরও সরল করেছে আইসিসি। বদল করা হয়েছে আইনে।
ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার অনলাইনের খবরে বলা হয়েছে, ১৩ নভেম্বর মেলবোর্নে আইসিসি শীর্ষ বৈঠকে ঠিক হয়ে যাবে পরবর্তী চেয়ারম্যানের নাম। সেই দৌড়ে সবার আগে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই সভাপতি হিসাবে সৌরভের মেয়াদ শেষ হওয়ার পরে তিনি যেতে পারেন বিশ্ব ক্রিকেটের মসনদে।
আগে আইসিসির চেয়ারম্যান হতে গেলে অন্তত দুই-তৃতীয়াংশ সদস্যের ভোট পেতে হত। কিন্তু এ বার শুধু গরিষ্ঠতা থাকলেই হবে। আইসিসি বোর্ডের সদস্য সংখ্যা ১৬। এর আগে নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে যখন আইসিসির চেয়ারম্যান হয়েছিলেন, এখনকার নিয়ম অনুযায়ী তখন ১৬ জনের মধ্যে অন্তত ১১ জনের ভোট দরকার ছিল। কিন্তু এবার কেউ ১৬ জনের মধ্যে ৯ জনের সমর্থন পেলেই চেয়ারম্যান হয়ে যাবেন।
বেশ কয়েকটি ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভের পাশে রয়েছেন। তার মধ্যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা অন্যতম। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান রমিজ রাজার সঙ্গেও সৌরভের সম্পর্ক ভাল। আইপিএলের সময় রমিজকে আমন্ত্রণ জানিয়েছিলেন সৌরভ। আসতে না পারলেও পাল্টা শুভেচ্ছা জানিয়েছিলেন রমিজ।
এই বিষয়ে সৌরভ বা বিসিসিআই এখনও পর্যন্ত মুখ খোলেনি। কারও কারও মতে, ভারতীয় ক্রিকেট বোর্ড নজর রেখেছে সুপ্রিম কোর্টের রায়ের দিকে। দেশের সর্বোচ্চ আদালত কী রায় দেয় সেটা দেখে পরবর্তী পদক্ষেপ করতে চাইছে তারা।