বাংলাদেশের আপত্তির পর ‘বিকৃত পতাকা’ সরিয়েছে পাকিস্তান হাই কমিশন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
পতাকা

বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে ঢাকার পাকিস্তান হাইকমিশন ফেইসবুকে যে ছবি প্রকাশ করেছে বাংলাদেশের প্রতিবাদের পর তা সরিয়ে নিয়েছে তারা। রোববার (২৪ জুলাই) বেলা ১২টার কিছু আগে তারা নিজেদের ফেসবুক পেজে কাভার ফটো থেকে বিকৃত পতাকাটি সরিয়ে নেয়।

২১ জুলাই বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে ঢাকার পাকিস্তান হাইকমিশন ফেইসবুকে একটি ছবি প্রকাশ করে। এ নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা। বিশ্লেষকরা বলছেন, এটি পতাকাবিধির সুস্পষ্ট লঙ্ঘন। সেটিকে ‘পতাকা বিকৃতি’ উল্লেখ করে ছবিটি সরাতে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার বিকাল ৫টায় ঢাকায় পাকিস্তান দূতাবাসকে একথা বলা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ছবির বিষয়ে অবহিত হওয়ার পর শনিবার বিকেল ৫টায় ছবিটি নামিয়ে নিতে বলা হয়েছে। এ বিষয়ে পরে পদক্ষেপ নেওয়া হবে।

প্রতিবাদলিপি দিয়ে পাকিস্তানের ঢাকার হাইকমিশনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। প্রতিবাদে বলা হয়, সম্প্রতি মহান মুক্তিযুদ্ধে গণহত্যা ও গণধর্ষণে জড়িত ছিল পাকিস্তান। ঢাকায় তাদের হাইকমিশন অফিশিয়াল ফেইসবুক পেজে বাংলাদেশের জাতীয় পতাকাকে বিকৃতভাবে উপস্থাপন করেছে; যা বাংলাদেশের পতাকাবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.