বিদ্যুৎ সংকট মোকাবেলায় দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিং চলছে। এ লোডশেডিংয়ের বিষয়ে বিতরণ সংস্থা বা প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদেরকে এসএমএসের মাধ্যমে অবহিত করার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। বুধবার (২০ জুলাই) এ নির্দেশ দেয়া হয়েছে।
বিদ্যুৎ বিভাগের উপসচিব জাহিদুল ইসলামের সই করা নির্দেশনায় বলা হয়, দুটি খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে লোডশেডিংয়ের বিষয়টি গ্রাহকদের অবহিত করতে হবে। নির্দিষ্ট সময়সূচির বাইরে কোনো লোডশেডিং ও বিদ্যুৎ বিপর্যয়ের কথা যাতে ভোক্তারা জানতে পারেন, সেকারণে হটলাইন, কমপ্লেইন সেন্টার ও সংশ্লিষ্ট ডিউটি অফিসারের নম্বরে যোগাযোগের পরামর্শ দেয়া হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার থেকে জ্বালানি তেলের লোকসান কমাতে দৈনিক ১ ঘণ্টা লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার।