কোরবানীর গরু আনতে গিয়ে সড়ক দূর্ঘটনায় ছাত্রদল নেতাসহ নিহত ৪

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

যশোর থেকে কোরবানির গরু আনতে গিয়ে চট্টগ্রাম মহানগর বি,এন,পি’র সাবেক সহ সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল চৌধুরীর বড় ছেলে মহানগর ছাত্রদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক রাছাম চৌধুরী সাদমানসহ ৪ জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

আজ রোববার, ২৭ জুন দুপুর ১২টার দিকে যশোর সদর উপজেলার নিমতলা ধোপাখোলা এলাকায় প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

নিহতের পিতা ইকবাল চৌধুরী জানান,গতকাল শুক্রবার রাত্রে চট্টগ্রাম থেকে প্রাইভেটকারযোগে পাঁচজন যশোরের উদ্দেশ্যে রওনা দেয়। মূলত কোরবানির ঈদকে সামনে রেখে গরু আনার জন্যই তারা যশোর গিয়েছিল। আজ দুপুর ১২ টার দিকে অন্য আরেকটি গাড়ির সাথে সংঘর্ষে চারজন ঘটনাস্থলেই মারা যান। একজন হাসপাতালে আছেন। এই ৫ জন হচ্ছেন রাছাম চৌধুরী সাদমান, মো. সাহাবুদ্দীন, মো. সৈয়দ, নইম ও জনী।

বিষয়টি নিশ্চিত করে যশোরের নাভারন হাইওয়ে থানার ওসি এ এস এম আসাদুজ্জামান বলেন, বৃষ্টির কারনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের চালকসহ তিন গরু ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হয়েছে। আহত অপর গরু ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। নিহতদের লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, দূর্ঘটনার পর ট্রাক ও প্রাইভেট কারটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.