সরকার কর্তৃক বকেয়া টাকা পরিশোধের আশ্বাসের প্রেক্ষিতে প্রায় ৮ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা দেওয়া আবারও শুরু করেছে ভারতীয় প্রতিষ্ঠান স্যান্ডর মেডিকেইডস (প্রা.) লিমিটেড।
হঠাৎ এমন সিদ্ধান্তে রোগীরা দিশেহারা হয়ে পড়েন । একপর্যায়ে সেবা পেতে বিক্ষোভও করতে বাধ্য হন তারা। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠকে বসেন হাসপাতাল কর্তৃপক্ষ। পরে মন্ত্রণালয়ের আশ্বাসে দুপুর তিনটার দিকে পুনরায় সেবা কার্যক্রম শুরু করে ভারতীয় প্রতিষ্ঠানটি। সরকারের কাছে গত দুই বছরের প্রায় ২৩ কোটি টাকা পায় সংস্থাটি। কিডনি রোগীদের জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সরকার এটি চালু করেছে।
গত ২০১৭ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় ডায়ালাইসিস সেবা কেন্দ্র চালু করে সেনডর ডায়ালাইসিস সার্ভিস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। ৩১ বেডের সেন্ডর ডায়ালাইসিস কেন্দ্রে ২০ শয্যায় চমেক হাসপাতালের রোগীদের এবং বাকি শয্যায় বাইরের রোগীর ডায়ালাইসিস হয়।
এ প্রসঙ্গে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান জানান, ভারতীয় প্রতিষ্ঠান স্যান্ডর মেডিকেইডস (প্রা.) লিমিটেড ‘ডায়ালাইসিস সেন্টারটি পরিচালনা করছে ।সরকার কর্তৃক তাদের কিছু টাকা বকেয়া থাকায় বুধবার সকাল থেকে রোগীদের সেবা কার্যক্রম বন্ধ করে দেয় ডায়ালাইসিস সেন্টার । এতে রোগীদের ভোগান্তির কথা বিবেচনা করে আমরা মন্ত্রণালয়সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি।
দ্রুত সময়ের মধ্যে বকেয়া টাকা পরিশোধ করার ব্যাপারে প্রতিষ্ঠানটিকে আশ্বস্ত করায় দুপুরের পর পুনরায় ডায়ালাইসিস সেন্টারের সেবা কার্যক্রম শুরু হয় বলে জানান তিনি।