২০ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি

ক্রিস ব্রাউনের বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ

ঘটনাটি ঘটে ২০২০ সালের ডিসেম্বরে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

মার্কিন সংগীতশিল্পী ক্রিস ব্রাউনের বিরুদ্ধে আবারও ধর্ষণের অভিযোগ উঠল। এবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক তরুণী তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন। সেই সঙ্গে গায়কের কাছ থেকে ২০ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন।

অভিযোগে ওই তরুণী জানান, ঘটনাটি ঘটে ২০২০ সালের ডিসেম্বরে। ক্রিস ব্রাউন তাকে স্টার আইল্যান্ডে ডেকে পাঠান। সেখানেই তাকে পানীয় অফার করেন ব্রাউন। দ্বিতীয়বার পানীয় নেওয়ার পরেই অস্বস্তি বোধ করেন সেই তরুণী।

তরুণীর দাবি, কিছুক্ষণ পরই তাকে জোর করে বেডরুমে নিয়ে যান ক্রিস ব্রাউন। আর সেখানেই তার অনুমতি ছাড়া শারীরিক সম্পর্ক স্থাপন করেন গায়ক।

এ অভিযোগ সামনে আসার পর ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন ব্রাউন। তিনি লিখেছেন, ‘যখনই আমার কোনো গান প্রকাশিত হয়, তখনই আমার সঙ্গে ওরা এরকম করে।”

এর আগেও কয়েকবার বিতর্কে জড়িয়েছেন ক্রিস ব্রাউন। ২০০৯ সালে পপস্টার রিয়ানার সঙ্গে সম্পর্কে থাকাকালীন তার বিরুদ্ধে রিয়ানাকে মারধরের অভিযোগ ওঠে। এরপর ২০১৯ সালে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

উল্লেখ্য, ক্রিস ব্রাউনের জন্ম যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। ২০০২ সাল থেকে তিনি পেশাদার সংগীতশিল্পী হিসেবে কাজ করছেন। সংগীতের ‘আরঅ্যান্ডবি’ ঘরানায় তাকে সবচেয়ে সফল তারকা বিবেচনা করা হয়। এজন্য ব্রাউনকে ‘কিংব অব আরঅ্যান্ডবি’ বলা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.