নিউজ ডেস্ক :
সরকারি নির্দেশনা থাকলেও আগামী শনিবার (১৫ জানুয়ারি) থেকে বন্দর নগরী চট্টগ্রামে অর্ধেক যাত্রী নিয়ে বাস না চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহন মালিকরা।
বিষয়টি নিশ্চিত করেছেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল। তিনি জানান, অর্ধেক যাত্রী নিয়ে বাস চালানো কোনোভাবেই সম্ভব না কারণ এতে সার্বিক খরচ উঠবে না।
এ সময় তিনি কয়েকটি দাবি তুলে ধরেন, যার মধ্যে অন্যতম হচ্ছে ৬০% ভাড়া বৃদ্ধি করতে হবে অথবা সিট অনুযায়ী যাত্রী নেয়ার অনুমতি দিতে হবে।
তিনি আরও বলেন, আমরা মালিক সমিতির সদস্যরা বসে এই সিদ্ধান্ত নিয়েছি। এখনই ভাড়া অর্ধেক নিলে আমরা ক্ষতিগ্রস্ত হবো। কিন্তু আমরা অতিরিক্ত যাত্রী না নিয়ে চলবো। বাস চালক কন্ডাক্টরদের স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন করতে বলেছি। কিন্তু ভাড়া অর্ধেক নেওয়া সম্ভব হবে না। ভবিষ্যতে পরিস্থিতি দেখে অর্ধেক আসনে যাত্রী পরিবহনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।