বিশ্বে করোনায় মৃত্যু ও আক্রান্ত দুটোই বেড়েছে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

আন্তর্জাতিক ডেস্ক :

করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দুটোই বেড়েছে। বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৮ হাজার ৫৪২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ২৯ লাখ ১০ হাজার ৪২০ জন।

গত একদিনে বিশ্বব্যাপী করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৯ লাখ ৭৫ হাজার ৭০৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ কোটি ১৭ লাখ ৩৭ হাজার ৮৮৬ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এছাড়া শনাক্তের দিক থেকেও শীর্ষে রয়েছে এ দেশটি। গত একদিনে মৃত্যু আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪৪৮ এবং ৭ লাখ ৩৬ হাজার ৭৯৪ জন।

করোনায় মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে নতুন করে ৭৮৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া শনাক্ত হয়েছে ১৭ হাজার ৫২৫ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর দিক দিয়ে শতক অতিক্রমকারী দেশের তালিকায় রয়েছে, ভারত ৪৪২, ব্রাজিল ১৩৯, যুক্তরাষ্ট্র ৩৭৯, ফ্রান্স ৩৪১, তুরস্ক ১৩৭, ইতালি ২৯৪, জামার্নি ৩৮৭, স্পেন ২৮৭, পোল্যান্ড ৪৯৩, ইউক্রেন ২১৯, দক্ষিণ আফ্রিকা ১১৯, ফিলিপাইন ২১৮ ও ভিয়েতনামে ২৫৬ জন।

এছাড়া গত একদিনে বিশ্বে করোনায় আক্রান্দের দিক থেকে লাখ অতিক্রম করেছে ভারত, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, স্পেন ও আর্জেন্টিনা।

উল্লেখ্য, গত কয়েক মাস থেকে বিশ্বব্যাপী করোনায়ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ওঠা-নামা করছে। করনোর নতুন ধরণ ওমিক্রন শনাক্ত হওয়ার পর পরস্থিতি আবারও অবনিতর দিকে যাচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.