নিজস্ব প্রতিবেদক।
দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী
এজে চৌধুরী কলেজে রোভার স্কাউট গ্রুপের দুই দিনব্যাপী বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ জানুয়ারি) কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা সুলতানা।
কর্ণফুলী এজে চৌধুরী কলেজের অধ্যক্ষ জসীম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ডি আর এস, এল, এনামুল হক,কলেজ গভর্নিং বডির শিক্ষার মানোন্নয়ন উপ কমিটির আহবায়ক মো.নজরুল ইসলাম চৌধুরী, অধ্যাপক শফিকুর রহমান রশীদ ও অধ্যাপক শামীম আকতারের যৌথ সঞ্চলনায় এ সময় আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ সমীর রঞ্জন নাথ,গভর্নিং বডির অর্থ উপ কমিটির আহবায়ক মো.ফোরকান উদ্দিন, সদস্য হাজী জাফর ইকবাল, মো.ইলিয়াস মুন্সি, এইচ এম হারুন অর রশীদ, ডি এস এল আর অধ্যাপক নাজনীন সুলতানা, ডিএস এল আর অধ্যাপক গিয়াস উদ্দিন, রোভার লিডার সাইফুল ইসলাম রানা প্রমুখ ।
সভায় বক্তারা রোভার স্কাউটসদের কার্যক্রমের ভূঁয়সী প্রশংসা করে লেখাপড়ার পাশাপাশি মানবিক গুণাবলী অর্জনের মধ্য দিয়ে সমাজ তথা দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।