বাঁশখালী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থীর প্রচারণায় হামলা,আহত ৩

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

জসীম উদ্দীন

বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রাম বাঁশখালী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মোবাইল প্রতীকের নির্বাচনী প্রচার গাড়িতে হামলায় তিনজন আহত ও মাইকিং গাড়িতে মাইকের যাবতীয় সরঞ্জাম ভেঙ্গে চুরমার করে দিয়েছে দুর্বৃত্তরা।

জানা যায়, আগামী ১৬ জানুয়ারি রবিবার বাঁশখালী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের প্রচার-প্রচারণা কে কেন্দ্র করে বিএনপি’র সমর্থিত স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল ইসলাম হোসাইনীর প্রচারণা গাড়িতে আজ ১২ জানুয়ারী ২০২২ বুধবার রাত ৭ টা ৪৫ মিনিটের দিকে পৌরসভার অলি মিয়ার দোকান নামক স্থানে এই হামলা চালায়।

আহত ব্যক্তিরা হলেন, বাঁশখালী পৌরসভা ৩ নং ওয়ার্ডের নেয়াজর পাড়ার মৃত দুলা মিয়ার পুত্র মানিক (২৭), একই এলাকার বদিউল আলম এর পুত্র শহিদুল ইসলাম(২১) পৌরসভার ৫ নং ওয়ার্ডের শওকত আকবরের পুত্র তানবীর (২২) সবাই প্রাথমিক চিকিৎসা নেন বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

একই গাড়িতে থাকা হামলার স্বীকার ব্যক্তিরা বলেন, প্রতিদিনের মত আমরা শান্তিপূর্ণভাবে মোবাইল প্রতিকের জন্য মাইকিং করে আসছিলাম, মাইকিং শেষ হওয়ার একটু আগ মুহূর্তে অলি মিয়ার দোকান নামক স্থানে মাইকিং করতে গেলে দশ থেকে পনের জন মুখোশধারী সন্ত্রাসী আমাদের গাড়ি গতিরোধ করে, আমাদের থেকে মাইকের স্পিকার চিনিয়ে নেয়। আমাদের গাড়ি থেকে নামিয়ে লাঠি দিয়ে এলোপাথাড়ি প্রহার করতে থাকে। এক পর্যায়ে এলাকার লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আমাদের মাকিংয়ের যাবতীয় সরঞ্জাম ভেঙ্গে চুরমার করে। বর্তমানে আমরা বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছি।

এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিন মুঠোফোনে বলেন, আমি তো আইন-শৃঙ্খলা মিটিংয়ের জন্য চট্টগ্রাম ডিসি অফিসে আছি, এ বিষয়ে আমাকে আরেকজনে ও কল দিয়েছিল। যাই হোক আপনি যেহেতু বলছেন ঘটনার সত্যতা যাচাই করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.