কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারায় ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২০ জন।
বুধবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় পাগলীর বিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সৌদিয়া বাসের চালক মীর আহমেদ (৩৫) সাতকানিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী মুকুল কান্তি দাশ নামের এক সাংবাদিক বলেন, সীতাকুণ্ড থেকে সৌদিয়া পরিবহনের একটি বাস পিকনিকের উদ্দেশে কক্সবাজার যাচ্ছিল। সকাল ১১টার দিকে ওই বাসের সঙ্গে চট্টগ্রামমুখী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। এছাড়া আহত হয়েছেন আরও ২০ জন।
আহতদের মধ্যে ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ১৫ জনকে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মালুমঘাট হাইওয়ে পুলিশের পরিদর্শক মোহাম্মদ সাফায়েত হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাস ও ট্রাক আমাদের জিম্মায় রয়েছে। গুরুতর আহত ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি।