তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, করোনাভাইরাসের ভয়াবহতা জানার পরও স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে মানুষের উদাসীনতার কারণেই সরকার বাধ্য হয়ে কঠোর লকডাউনের পথ বেছে নিয়েছে।
রাজধানীর মিন্টোরোডের সরকারি বাসভবনে শনিবার (২৬ জুন) সকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, লকডাউন নিশ্চিতে সরকার কঠোর শক্ত অবস্থানে থাকবে। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নামানো হবে সেনাবাহিনী।
তথ্যমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস নিয়ে মানুষের মধ্যে সেই ভীতিটা নেই। মানুষ জানে করোনা কত ভয়াবহ, কত ভয়ানক। এরপরও মানুষ মানছে না। সেজন্য আসলে সরকারকে বাধ্য হয়েই এই লকডাউনের সিদ্ধান্তে যেতে হয়েছে।
গতকাল শুক্রবার (২৫ জুন) রাতে সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কঠোর লকডাউনের সিদ্ধান্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।