নিউজ ডেস্ক :
শীতকালে বেড়ানোর সুযোগ পেলে অনেকেই বেছে নেন পাহাড় বা সমুদ্রকে। কিন্তু শহুরে জীবনে অভ্যস্ত মানুষ প্রকৃতির কাছে খুব একটা যান না।
তাই শীতে প্রকৃতি উপভোগ করতে ঘুরে আসতে পারেন বাংলার কিছু গ্রাম থেকে। চারপাশে কুয়াশার ধূম্রজাল।
সকালে প্রায়ই কুয়াশার চাদরে ঢেকে থাকে গ্রাম বাংলার প্রতিটি প্রান্তর৷
আলস্যের চাদর মুক্ত করে কুয়াশার ধূম্রজাল চিরে পূর্ব আকাশে সূর্য নিজেকে জানান দেওয়ার কাজে ব্যস্ত।
মিষ্টি সূর্যরশ্মিতে ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দুগুলো মুক্তোর মতো ঝলমল করে।
শিশির ভেজা সরিষার সবুজ গাছে শীতের সোনাঝরা রোদে যেন ঝিকিমিকি করছে। এ যেন এক অপরুপ দৃশ্য।
দেখে যেন মনে হয় প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সেজে।
কনকনে শীতের মধ্যেও থেমে নেই শ্রমিকদের কাজ। তক্তা বিছিয়ে নৌকা থেকে পণ্য ওঠানো-নামানো করছেন শ্রমিকেরা।
মখমলের মতো নরম ঘাসগুলো শিশিরে ভিজে থাকে সামান্য সময়ের জন্য। বুনোফুলগুলো অপরূপ হয়ে ওঠে আবার সকালের মিঠে রোদে হারিয়ে যায় সবকিছুকে অপরূপ করা সেই অভিমানী শিশির।