কাল বিএনপির মহাসমাবেশকে ঘিরে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

নিজস্ব প্রতিবেদক॥

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির মহাসমাবেশ ১২ জানুয়ারি (বুধবার) আয়োজন করা হয়েছে।

এতে দক্ষিণ চট্টগ্রাম থেকে অর্ধলক্ষাধিক মানুষের সমাগমের প্রস্তুতি নিয়েছে দলটি।

দক্ষিণ চট্টগ্রামের প্রবেশ পথ কর্ণফুলী উপজেলা সদরের এ.জে চৌধুরী ময়দান অথবা সিডিএ আবাসিক ময়দানে অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির একাধিক নেতা।

তবে সমাবেশের স্থান অনুমোদন দেয়ার বিষয়টি প্রশানের পক্ষ থেকে এখনো পরিস্কার করা না হলেও বিএনপির নেতা কর্মীরা সমাবশের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে।

গত এক সাপ্তাহ ধরে দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে বিভিন্ন উপজেলা ও পৌরসভার নেতা কর্মীরা প্রস্তুতি সভা করে দলীয় নেতা কর্মীদের দিক নির্দেশনা দেয়া হয়েছে।

সমাবেশ সফল করতে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পটিয়ার সাবেক এমপি গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েলের নগরীর বাসায সোমবার রাতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল জলিল চৌধুরীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্যে রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য বদরুল খায়ের চৌধুরী, বিএনপি নেতা আবদুল মোনাফ, চেয়ারম্যান জসিম উদ্দিন মাষ্টার, জেলা শ্রমিকদলের আহবায়ক চেয়ারম্যান শফিকুল ইসলাম, বিএনপি নেতা জাহেদুল হক, গোলাম মহিউদ্দিন, আলমগীর তালুকদার টিপু, চেয়ারম্যান ইউনুস মিয়া, হারুনুর রশীদ চৌধুরী, মুজিবুর রহমান, মোহাম্মদ বেলাল, আহমদ আলী, মোহাম্মদ আকতার, বশিরুল আলম, আবদুর শুকুর, মনছুর শরীপ, পৌরসভা বিএনপি নেতা হাজী নজরুল ইসলাম, মোহাম্মদ আবছার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা যুবদলের সহ সভাপতি আনোয়ার হোসেন মিয়া, রবিউল হোসেন বাদশা, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গাজী মনির, যুবদল নেতা রিজুয়ানল হক, আবু বক্কর রায়হান, আজিজ, সোহেল, খোকন শাহ, মোহাম্মদ ফোরকান, আবদুল মোমেন, মহিউদ্দিন, রাসেল, আলমগীর আজাদ, সাজ্জাদ, জেলা সেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক জমির উদদীন আজাদ, আবুল কাসেম মিয়া, ছাত্রদল নেতা তারেক রহমান, মোহাম্মদ সুজন, মোহাম্মদ নাঈম, আবদুল লতিফ, মোহাম্মদ ফয়সাল, ইমতিয়াজ, শফি প্রমুখ।

মঙ্গলবার সকালে জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে কর্ণফুলী উপজেলা বিএনপির কার্যালয়ে জেলা উপজেলা ও পৌরসভার নেতা কর্মীদের নিয়েও আলাদা প্রস্তুতি সভা করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রাহী ।

এদিকে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির পক্ষ থেকে সমাবেশ সফল করতে সংগঠনের আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে মঙ্গলবার প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম, সদস্য সচিব মোস্তাক আহম্মদসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দলসহ জেলা উপজেলা ও পৌরসভার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে দক্ষিণ চট্টগ্রাম থেকে অর্ধলক্ষাধিক মানুষের সমাগম হবে, শুধু মাত্র পটিয়া উপজেলা ও পৌরসভা থেকে ১৫ হাজার মানুষ অংশ নিবেন বলে জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক এনামুলক হক এনাম জানান।

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, দীর্ঘদিন ধরে দক্ষিণ জেলায় বড় কোন কর্মসূচি না হওয়ায় মাঠ পর্যায়ে এ কর্মসূচিকে ঘিরে নেতা কর্মীদের মধ্যে চাঙ্গাভাব সৃষ্টি হয়েছে। সমাবেশে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হবে বলে তিনি জানান।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.