ষোলশহর গার্মেন্টসে আগুন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

চট্টগ্রামের ষোলশহর ২নং গেইট এলাকায় একটি গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় বায়েজিদ থানার টেক্সটাইল গেট মোড়ের পশ্চিম পাশে আনোয়ারা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বায়েজিদ বোস্তামী স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কবির হোসেন।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের তিনটি ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ১২টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কেউ হতাহত হয়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও সূত্রপাত তদন্ত সাপেক্ষে বলা যাবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.