নিজস্ব প্রতিবেদক :
ক্রাইস্টচার্চ টেস্টে গতকাল (সোমবার) দ্বিতীয় দিনের শেষ বলে শরিফুল ইসলাম আউট হলে মাত্র ১২৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ দল। ফলোঅনের বাধা টপকাতে পারেনি অধিনায়ক মুমিনুল হকের দল। প্রথম ইনিংসে ৩৯৫ রানে এগিয়ে থাকায় আজ (মঙ্গলবার) দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে না নেমে টাইগারদের ফলোঅন করায় নিউজিল্যান্ড।
দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ অর্থাৎ মাউন্ট ম্যাঙ্গানুই টেস্ট জেতা সফরকারীরা ক্রাইস্টচার্চে ইনিংস হার এড়ানোর জন্য লড়ছে। তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ২ উইকেট হারানো বাংলাদেশ দলের সংগ্রহ ৭৪ রান। ইনিংস হার এড়াতে এখনো ৩২১ রান করতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের। হাতে ৮ উইকেট। অভিষেক ক্যাপ পাওয়া নাঈম শেখ ১৫ এবং অধিনায়ক মুমিনুল ২ রান নিয়ে দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু করবেন।
সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের শুরু থেকেই দাপট স্বাগতিকদের। প্রথম ইনিংসে ৫২১ রান তুলে ইনিংস ঘোষণা করে কিউইরা। পরে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১২৬ রানে অলআউট বাংলাদেশ। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংস শুরু করে সফরকারীরা। যেখানে বরাবরের মরো হতশ্রী টাইগারদের ওপেনিং জুটি। ধারাবাহিকভাবে ব্যাট হাতে ব্যর্থ সাদমান ইসলাম। প্রথম ইনিংসে ৭ রান করা এ বাঁহাতি দ্বিতীয় ইনিংসে করেন ২১ রান।
নাঈমকে নিয়ে ওপেন করতে নেমে ২৭ রানের পার্টনারশিপ গড়েন সাদমান। তিনি কাইল জেমিসনের শিকার হয়ে ফিরলে ভাঙে এই জুটি। জেমিনসনের লেগ স্টাম্পের ওপরের বল। চাইলেই বলটা ছেড়ে দিতে পারতেন সাদমান। কিন্তু আলগা এক শট খেললেন। সেটাও এক হাতে। উইকেটের পেছনে টম ব্লান্ডেল দারুণ এক ক্যাচ নিয়ে সাজঘরের পথ দেখালেন বাঁহাতি ওপেনারকে।
প্রথম ইনিংসেও অফ স্টাম্পের বাইরের বল খোঁচা দিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন। এবারও বাজে শটে উইকেট উপহার দিয়ে এলেন প্রতিপক্ষকে। সাদমানের আউটের পির ক্রিজে এসে অনেকটা ওয়ানডে মেজাজে ব্যাট করতে থাকেন শান্ত। অপর প্রান্তে ‘আসল’ টেস্ট ব্যাটিংয়ে তাকে সঙ্গ দেন নাঈম। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে শান্তও বিদায় নেন। অতিরিক্ত আগ্রাসনই কাল হয় তার।
প্রথম সেশনের শেষ ওভারে ঠিক আগের ওভারে নেইল ওয়েগনার বাউন্সার তেড়েফুঁড়ে মারতে যান শান্ত। পুল শটে গড়বড় করে বসেন এই বাঁহাতি। ধরা পড়েন লং লেগে দাঁড়িয়ে থাকা ট্রেন্ট বোল্টের হাতে। ৩৬ বল খেলে ২৯ রান করে আউট হন শান্ত। যেখানে বাউন্ডারি থেকেই নিয়েছেন ২৬ রান। শান্তর আউটের পর মুমিনুল দুই দফায় জীবন পান। অল্পের জন্য বাঁচেন রান আউটের কবল থেকে। আরেকবার রক্ষা পান সিলি পয়েন্টে।
এই সেশনে ২৮ ওভার ব্যাট করে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে তাদের স্কোর বোর্ডে জমা করেছে ৭৪ রান। ইনিংস হার এড়াতে প্রয়োজন এখনো ৩২১ রান। ৮১ বল খেলে নাঈম শেখ অপরাজিত আছেন ১৫ রানে। সঙ্গে মুমিনুল দ্বিতীয় সেশন শুরু করবেন ২ রান নিয়ে।
বলা যায়, ম্যাচের ফল অনেকটাই নির্ধারিত হয়ে আছে। বাংলাদেশের বাকি ব্যাটসম্যানরা ম্যাচের বাকি সময় ভালো করতে পারে কিনা সেটাই দেখার। আবহাওয়ার পূর্বাভাসে অবশ্য ম্যাচের শেষ দুই দিনে আছে বৃষ্টির শঙ্কা।