উখিয়ায় ৫ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী থেকে পাঁচ লাখ ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করা হয়। গ্রেপ্তার উখিয়ার বালুখালীর ব্লক বি-৭ এর মো. আমিনের ছেলে মো.ছৈয়দুল আমিন (২৩)। রবিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।

গ্রেপ্তার সৈয়দ হোসেন রোহিঙ্গা নাগরিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা পাচারের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে বলে র‍্যাব সূত্রে জানা গেছে।

তিনি জানান, রবিবার রাত সাড়ে ৮টায় ইয়াবার একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করবে এমন খবরে বালুখালী ব্রিজ এলাকায় অবস্থান নেয় র‌্যাব।

এ সময় একদল মাদককারবারিকে ব্রিজের নিচে বস্তা নিয়ে পার হতে দেখা যায়। র‌্যাবের অবস্থান টের পেয়ে পালানোর সময় ধাওয়া দিয়ে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়। আরো ৫/৬ জন পালিয়ে যায়। পরে ওই এলাকা তল্লাশি করে বস্তাবন্দি অবস্থায় ৫ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার রোহিঙ্গা যুবককে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.