নিউজ ডেস্ক :
বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যু গত ২৪ ঘণ্টায় কিছুটা কমেছে। গত একদিনে মৃত্যু হয়েছে ৫ হাজার ২৩০ জনের। আর শনাক্ত হয়েছে ২২ লাখ ৪৫ হাজার ২১৩ জনের। এতে বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ কোটি ৫৯ লাখ ৩৬ হাজার ৭৪৩ এবং ৫৫ লাখ ২ হাজার ৪৩৩ জনে।
এর আগের দিন ৯ জানুয়ারি বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ছিল ২৭ লাখ ৪১ হাজার ৭৬৩ এবং ৬ হাজার ৭৬৩ জনে।
বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়াল্ডওমিটার্স থেকে সোমবার (১০ জানুয়ারি) এ তথ্য জানা গেছে।
গত একদিনে যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও বেড়েছে রাশিয়াতে। দেশটিতে নতুন করে ৭৯৬ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছে ১৬ হাজার ৫৬৮ জন। এতে এখন পর্যন্ত দেশটিতে মোট করোনায় আক্রান্ত ও মৃত্যুর শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৬ লাখ ৩৪ হাজার ৬০৩ এবং ৩ লাখ ১৫ হাজার ৪০০ জনে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যুর দিক দিয়ে শতক অতিক্রমকারী দেশগুলোর মধ্যে রয়েছে- যুক্তরাষ্ট্র ৬৭১, ভাতর ৩২৭, ব্রাজিল ১০৩, যুক্তরাজ্য ৩১৩, ফ্রান্স ১৪২, তুরস্ক ১৪১, জার্মানি ১৬১, ইতালি ১৮৪, পোল্যান্ড ২৯২, মেক্রিকো ১৬৮, দক্ষিণ আফ্রিকা ১১৯, ফিলিপাইন ২৬৫ এবং ভিয়েতনাম ২৪০ জন।
অন্যদিকে গত একদিনে করোনায় আক্রান্তের দিক দিয়ে লাখের ওপর রয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া।