নিজস্ব প্রতিবেদক :
নগরের ইপিজেড থানার এক নম্বর রোড হার্টস্টোন গেটের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. সোহেল মল্লিক (২৭) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। রোববার (৯ জানুয়ারি) বিকেলে সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সোহেল মল্লিক বেপজার অধীনে কর্মরত ছিলেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবিরুল ইসলাম বলেন, কাভার্ডভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা সোহেল মল্লিক আহত হন।
সেখান থেকে উদ্ধার করে বেপজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাত পৌনে ৮টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাভার্ডভ্যান থানায় আটক রয়েছে।