নিজস্ব প্রতিবেদক |
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকার একটি ডোবা থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে থানার একে খান বাড়ীর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, থানার মোহরা এলাকার ডোবায় এক নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ অর্ধগলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার তদন্তসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।