নিজস্ব প্রতিবেদক।
চট্টগ্রাম নগরীর তুলাতলীতে ৮৫০ গ্রাম গাঁজাসহ মো. হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিআরবি পুলিশ ফাঁড়ি। আটক ব্যক্তি কুমিল্লা জেলার উজিরপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। সে কোতোয়ালীতে থাকতেন।
শনিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে কোতোয়ালি থানাধীন তুলাতলীর গোয়ালপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সিআরবির সংলগ্ন তুলাতলী গোয়ালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সিআরবি পুলিশের একটি টিম।
এসময় মো. হোসেনকে আটক করে তল্লাশি চালালে তার কাছে রক্ষিত ব্যাগে ৮৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
কোতোয়ালি থানাধীন সিআরবি পুলিশ ফাঁড়ির আইসি মোহাম্মদ হোসাইন জানান, মাদকসহ হোসেনকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদে তিনি মাদক কারবারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সংশ্লিষ্ট আইনে আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেন ফাঁড়ি আইসি।