কর্ণফুলী প্রতিনিধি :
কর্ণফুলী থানা পুলিশ অভিযান চালিয়ে ১ হাজার ইয়াবাসহ এক ইয়াবা কারবারীকে গ্রেফতার করেছে।
শনিবার রাতে উপজেলার মইজ্যারটেক এলাকার কর্ণফুলী সিএনজি এন্ড ফিলিং স্টেশন এলাকায় তল্লাশি চলাকালে ইয়াবাসহ গ্রেফতারের ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত ইয়াবা কারবারীর নাম মো. হাসেম (৩২)। তিনি কক্সবাজার জেলার মহেশখালী থানার দলিয়া পাড়া গ্রামের মৃত হোসেনের ছেলে।
জানা যায়, কর্ণফুলী থানার উপ-পরিদর্শক মো. মোবারক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে রাতে সিএনজি পাম্পের সামনে আসামির গতিবিধি সন্দেহ হলে তাকে তল্লাশি করে বিশেষভাবে লুকানো অবস্থায় প্যান্টের পকেটে মোড়ানো ১ হাজার পিস ইয়াবা জব্দ করেন।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে শনিবার রাতে মইজ্যারটেক এলাকায় তল্লাশি করে ১ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।