‘সরকার এখনই লকডাউনের কথা ভাবছে না। আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে হবে’ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে আজ রোববার বিদেশি কূটনীতিকদের টিকার বুস্টার ডোজ কর্মসূচির উদ্বোধনকালে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘করোনার প্রকোপ বাড়ছে। ফলে আমাদের সবাইকে মাস্ক পরাসহ পুরোপুরিভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা সবাই ভালো থাকব।’
করোনার টিকার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে ৩১ কোটি ডোজ টিকার জোগান রয়েছে। এর বেশির ভাগই আমাদের বন্ধুরাষ্ট্রগুলো কোভ্যাক্সের আওতায় দিয়েছে। কিছু টিকা আমরা কিনেছি। আমরা চাই, ১২ বছরের বেশি বয়সী সবাইকে টিকা দিতে। আমাদের টিকার কোনো সংকট নেই।