এ যেন এক ইয়াবা পরিবার। পরিবারের চার সদস্যকে নিযে মো. জোবাইর হোসেন জোবাইর গড়ে তোলেন পাইকারি ইয়াবা ব্যবসার আড়ত। পরিবারের তিন ছেলে ও মেয়ের জামাইকে নিয়ে উখিয়া থেকে ইয়াবা এনে পাইকারি ও খুচরা বিক্রি করতেন চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায়।অবশেষে কোতোয়ালী থানা পুলিশের জালে ধরা পড়লেন পরিবারের তিন সদস্যসহ নিজে।
শুক্রবার, ২৫ জুন রাতে কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানের গ্রেফতার করা হয় একই পরিবারের এই চার সদস্যকে। এসময় ইয়াবা বিক্রির দুই লক্ষ টাকা ও ২ হাজার ৭০০ পিস ইয়াবা এবং ৫০ গ্রাম ইয়াবার গুড়া উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. জোবাইর হোসেন জোবাইর (৫৫), ছেলে মো. ফারেছ (২৬), মালেক (২৪) ও মেয়ের জামাই নিয়াজ মোর্শেদ (২৮)। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মো. তারেক আজিজ নামে আরেক ছেলে।
পুলিশ জানায়, ২২ নং জামালখান বাই লেইন শরীফ কলোনীর শামসুন্নাহার বিল্ডিং এর দ্বিতীয় তলায় কতিপয় ইয়াবা ব্যবসায়ীরা ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. তারেক আজিজ নামে এক ছেলে পালিয়ে গেলেও মো. জোবাইর হোসেন জোবাইর, ছেলে মো. ফারেছ, মালেক ও মেয়ের জামাই নিয়াজ মোর্শেদ কে গ্রেফতার করে পুলিশ। পুলিশ।এসময় ইয়াবা বিক্রির দুই লক্ষ টাকা ও ২ হাজার ৭০০ পিস ইয়াবা এবং ৫০ গ্রাম ইয়াবার গুড়া উদ্ধার করা হয়।আসামীরা দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার উখিয়া থেকে ইয়াবা এনে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় পাইকারি ও খুচরা বিক্রি করত।
অভিযানে থাকা কোতোয়ালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জয়নাল আবেদিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শরীফ কলোনী এলাকা থেকে ইয়াবা ব্যবসায়ী একই পরিবারের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির দুই লক্ষ টাকা ও ২ হাজার ৭০০ পিস ইয়াবা এবং ৫০ গ্রাম ইয়াবার গুড়া উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, আসামীরা দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার উখিয়া থেকে ইয়াবা এনে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় পাইকারি ও খুচরা বিক্রি করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।