কর্ণফুলীতে দেড় কোটি টাকার ইয়াবা সহ দুই মাদক কারবারি আটক

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

চট্টগ্রাম কর্ণফুলীর চর ফরিদ এলাকায় অভিযান চালিয়ে ৪৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। যার অনুমানিক মূল্য এক কোটি ৪৪ লাখ টাকা। শুক্রবার (২৬ জুন) র‌্যাব-৭ এর অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৭,শুক্রবার রাত আড়াইটার দিকে চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ট্রাক যোগে কক্সবাজার হতে চট্টগ্রাম শহরের দিকে আসছে এমন সংবাদের ভিত্তিতে কর্ণফুলীর চর ফরিদ এলাকার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক হযরত তৈয়বশাহ সিএনজি লিঃ এর সামনে পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা ট্রাকটিকে থামানোর সংকেত দিলে ট্রাকটি র‌্যাবের চেকপোস্টের সামনে থামিয়ে চালকসহ দুইজন ব্যক্তি গাড়ি থেকে নেমে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন।পরে তাদের বিশেষ কায়দায় রাখা ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।একই সময়ে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

আটককৃতরা হলেন মোঃ ফরহাদুর রহমান শাওন (৩১) ও তৌফিক (২১) তারা দুজনেই কর্ণফুলী থানার বাসিন্দা।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলের বিক্রয় করে আসছে।

আটক দুই ব্যক্তি ও উদ্ধার মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.