জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চট্টগ্রাম মহানগর শাখায় উদ্যোগে নতুন সদস্য যোগদান অনুষ্ঠান আজ ২৫ জুন শুক্রবার বিকালে বায়েজিদ কুঞ্জছায়া আবাসিক এলাকাস্থ দারুস সালাম মাদরাসায় চট্টগ্রাম মডেল কেয়ার স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম’র যুগ্ম বিভাগীয় সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মোঃ এমরান চৌধুরী।
বক্তব্য রাখেন যুব আন্দোলনের যুগ্ম বিভাগীয় সম্পাদক সাইফুর রহমান সুমন, এলাকার সমাজ সেবক নজরুল ইসলাম ফারুকী, মো. জুয়েল, নুরুল ইসলাম, মো. রফিক, মো. ওমর ফারুক, মো. আরিফ মাঈনুদ্দিন, আরফাতুল ইসলাম প্রমুখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মোঃ এমরান চৌধুরী বলেন, ববি হাজ্জাজের অঙ্গীকার দেশ হবে জনতার এ প্রতিপাদ্যকে সামনে রেখে এনডিএমকে এগিয়ে নিতে হবে। তিনি দেশ এবং জাতির ক্রান্তিলগ্নে এনডিএম প্রতিষ্ঠা করেছেন। জাতিকে দিক নির্দেশনা দিয়েছেন, কোন দিকে গেলে আমাদের মুক্তি ঘটবে।
আমরা আজ এখনো অর্থনৈতিক মুক্তি পায়নি, সামাজিক নিরাপত্তা পায়নি, রাজনৈতিকভাবে এখনো কোনঠাসা, এগুলো থেকে মুক্তির জন্য এনডিএমের পতাকাতলে এসে এনডিএমকে শক্তিশালী করতে হবে। তাহলেই আমরা এগিয়ে যাবো। নির্যাতিত, নিপীড়িত মানুষ মুক্তি পাবে। তাই আপনাদেরকে আমাদের এনডিএমে যোগ দিয়ে ববি হাজ্জাজের হাতকে শক্তিশালী করতে হবে, তাহলেই আমরা দেশ ও জাতি মুক্তি পাবে।