শিশুর হাতে পিস্তল ধরিয়ে সন্ত্রাসী কালুর হাস্যোজ্জ্বল সেলফি: কালুসহ গ্রেপ্তার দুই

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: শিশুর হাতে বিদেশি পিস্তল ধরিয়ে দিয়ে সেলফি তোলা সন্ত্রাসী আবুল কালাম ওরফে কালুকে (২৪)কে গ্রেপ্তার করেছে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা। যদিও বা পুলিশ বলছে- পিস্তল গুলো আসল নয়। এসব শিশুদের খেলনার পিস্তল।

আজ শুক্রবার (২৫ জুন) ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

কালু কক্সবাজার শহরের রুমালিয়ারছড়াস্থ সমিতি বাজার এলাকার শাসমুদ্দিন খলিফার ছেলে এবং শীর্ষ সন্ত্রাসী আশু আলী বাহিনীর সক্রিয় সদস্য।

তার বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতাসহ চারটি মামলা রয়েছে বলে চট্টগ্রাম নিউজকে নিশ্চিত করেছেন শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন।

আনোয়ার হোসেন বলেন, শুক্রবার ভোররাতে জেল কারাগারের পিছনে পাহাড়ি এলাকা মাটিয়ারতলী থেকে সন্ত্রাসী কালুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। একই সময় ইমরান নামে অপর এক সন্ত্রাসীকেও গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধেও ডাকাতি প্রস্তুুতি, দস্যুতা ও অস্ত্র আইনে তিনটি মামলা রয়েছে। ইমরান পৌরসভার ৬নং ওয়ার্ড মাটিয়ারতলী এলাকার মো. কালুর ছেলে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তার কালু ও ইমরান সন্ত্রাসী আশু আলী বাহিনীর অন্যতম সদস্য। তারা আশু আলী বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে সন্ত্রাসী কার্যাক্রম চালাচ্ছে। দীর্ঘদিন আত্মগোপনে ছিল তারা। এরআগে আশু আলী বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সাদ্দামকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছিল।

এদিকে সূত্রে জানা গেছে, ৫জন শিশুর সাথে সন্ত্রাসী কালুর একটি সেলফি ভাইরাল হয়। ওই সেলফিতে দুই শিশুর হাতে দুইটি বিদেশি অস্ত্র দেখা যায়। অস্ত্র দু’টি ৬.৭৫ বলে জানা গেছে। এবিষয়ে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ছবিটি আমিও দেখেছি। তবে এসব খেলনার পিস্তল।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.